সাতক্ষীরায় ৩ এইচএসসি পরীক্ষার্থীসহ ৭ জন রিমান্ড শেষে কারাগারে

আজ একই মামলার বাকি ৬ আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের মধ্যেও একজন এইচএসসি পরীক্ষার্থী আছে।

সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের করা মামলায় তিন এইচএসসি পরীক্ষার্থীসহ সাত জনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো সাত জন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ইমরান হোসেন, একই গ্রামের এইসএসসি পরীক্ষার্থী কাজী সাকিব হাসান, সদর উপজেলার শাহরুখজ্জামান, আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মঈনুল ইসলাম, দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের ইব্রাহীম হোসেন, একই উপজেলার জগন্নাথপুর গ্রামের দুই এইসএসসি পরীক্ষার্থী ফাহিম হোসেন এবং জাহিদ হোসেন।

মামলায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জোর করে ঢোকার চেষ্টা, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনে পুলিশ।

একই মামলায় আজ আরও ৬ জনকে আদালতের নির্দেশে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের মধ্যেও একজন এইচএসসি পরীক্ষার্থী আছে।

তারা হলেন সাতক্ষীরা শহরের ইটাগাছার এইচএসসি পরীক্ষার্থী তাসিন ফারহান নিলয়, পলাশপোলের মাহি রহমান, মাহমুদপুরের রাকিবুল ইসলাম, মধুমোল্লারডাঙির নাফিজুল ইসলাম, দেবহাটা উপজেলার দেবী শহরের আসাদুল্লাহ ও একই উপজেলার হাদিপুরের অলিউর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স) মোল্লা মো. সেলিম বলেন, 'গত মঙ্গলবার দুপুরে সাতজনকে রিমান্ডে নেওয়া হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ একই মামলার বাকি ৬ আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। '

গত ১৯ জুলাই আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

Comments