চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত কাটা পড়ল রেল নিরাপত্তাকর্মীর

আবু জাফরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্যের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ রোববার সকাল ৮টার দিকে নগরের কদমতলী রেলওয়ে ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরএনবি ও রেল পুলিশের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনার শিকার আবু জাফর ওরফে মুন্না আরএনবি চট্টগ্রাম রেলওয়ে জংশন শাখার অস্ত্র ইউনিটে সিপাহি পদে কর্মরত।

আরএনবি চট্টগ্রাম রেল জংশন শাখার প্রধান পরিদর্শক (সিআই) আমান উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই সিপাহি কদমতলী থেকে চট্টগ্রাম স্টেশনে যাচ্ছিলেন। তিনি পাহাড়তলী ইয়ার্ড থেকে চট্টগ্রাম স্টেশনে দিকে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনে ওঠার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।'

আরএনবি চট্টগ্রামের হাবিলদার আনোয়ারুল ইসলাম শাহিন বলেন, 'আবু জাফর গাড়ি থেকে নেমে অফিসের দিকে যাচ্ছিলেন। তার কাঁধে একটি ব্যাগ ছিল। ট্রেনটি ধীরগতিতে চলছিল। তাই তিনি ওঠার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago