কালিয়াকৈরে ট্রাকচাপায় পোশাকশ্রমিক নিহত, উত্তেজিত জনতার আগুন

জনতার আগুনে পুড়ে যাওয়া ট্রাক। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে মাটিবোঝাই একটি ড্রামট্রাকের চাপায় শেফালী খাতুন (২১) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার আকুলীয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে

নিহত শেফালী কালিয়াকৈরের পূর্ব চানপুর এলাকার নাহীদ দেওয়ানের স্ত্রী এবং স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।

বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ প্রত্যক্ষদর্শীর বরাতে জানান, কারখানা ছুটির পর রাত সোয়া ৯টার দিকে চাচার মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। মাটিবোঝাই ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শেফালী ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে শেফালীর চাচা মোটরসাইকেলের চালক সাব্বির মণ্ডলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠিয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান বলে জানান ওসি রিয়াদ মাহমুদ।

Comments

The Daily Star  | English
Tariff Rationalisation by NBR Ahead of LDC Graduation

Govt to rationalise tariffs on around 350 items

In the past two years, the NBR brought down tariffs on 60 items within the bound tariff rates based on the panel's suggestion.

11h ago