সাভারে জাবির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: সংগৃহীত

সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে শুক্রবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সোহরাব হোসেন। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ম্যানেজার সুলতান মাহমুদ জানান, রাত ১১টা ৫২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহরাবকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোহরাব উল্টো পথে যাচ্ছিলেন এবং হঠাৎ করে বাসের সামনে চলে আসেন। বাসচালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উপস্থিত জনতা তাকে হাসপাতালে নিয়ে যান।

বাসচালক মো. আবু হানিফ বলেন, 'মোটরসাইকেলটি উল্টো পথে আসছিল এবং হঠাৎ আমার বাসের সামনে চলে আসে।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকাহত। আমরা শিগগির নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করবো এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকবো।'

Comments

The Daily Star  | English

4 hurt in RU clashes

The confrontations took place in four separate incidents, spanning from last night and today

5h ago