পাথরবোঝাই ট্রাকের চাকা ফেটে অটোরিকশাকে চাপা, নিহত ২

কুষ্টিয়ার মিরপুরে পাথরবোঝাই ট্রাকের চাকা ফেটে সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বহলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রী তানিয়া আক্তার (৩২)। তবে সিএনজি চালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, আহত‌দের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে।

তিনি আরও জানান, কুষ্টিয়া থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে ভেড়ামারার দিকে যাচ্ছিল। বহলবাড়িয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারি‌য়ে ফেলে এবং ডানপাশ দিয়ে আসা অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন বলে জানান তিনি।

ওসি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার ক‌রে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন।

Comments