রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

রংপুর, সড়ক দুর্ঘটনা,
ছবি: সংগৃহীত

রংপুরে আজ শুক্রবার সকাল থেকে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও একটি থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই নাইট কোচটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠান। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে, পীরগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কের বড় দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে দুটি বাসের সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঘটে।

বড় দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সকালে কুড়িগ্রামগামী একটি বাস পুলিশ ফাঁড়ির সামনে যাত্রী নামাচ্ছিল। এ সময় ঢাকা থেকে আসা রংপুরগামী আরেকটি বাস পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে প্রায় ২০ যাত্রী আহত হন। আহতদের কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

অন্যদিকে, শুক্রবার রংপুর সদর উপজেলার নজিরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হন। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Comments

The Daily Star  | English

Shammo murder: DMP chief pledges to end probe within a week

Says case to be sent to a special tribunal after investigation

29m ago