গাজীপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ২

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার রাত ১০টার দিকে শ্রীপুরের শৈলাট-কাচিনা সড়কের শৈলাট গ্ৰামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-- উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে অনিক মন্ডল (২৫) এবং একই এলাকার শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল (২২)।
আজ সকালে শ্রীপুর থানার ডিউটি অফিসার এস আই সুজন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের চাচাতো ভাই মাজেদুর রহমান জানান, শৈলাট থেকে কাচিনা যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী দুজন। পরে চিকিৎসার জন্য মোটরসাইকেল আরোহী অনিককে উদ্ধার করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, 'এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।'
Comments