রামপুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত, বাসে আগুন

স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর রামপুরা এলাকায় রমজান পরিবহনের একটি বাসচাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রামপুরার হাজীপাড়া পেট্রলপাম্পের সামনে এই ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন তালুকদার (৩৪) ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব রক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী আবু হানিফ সোহান দ্য ডেইলি স্টারকে জানান, রমজান পরিবহনের বাসটিতে লুকিং গ্লাস ছিল না। মোটরসাইকেলচালক বারবার হর্ন দিলেও বাসচালক রাস্তা না দিয়ে তাকে ফুটপাতের দিকে চাপাতে থাকেন। এক পর্যায়ে তিনি মোটরসাইকেল নিয়ে পড়ে যান এবং বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর বিক্ষুব্ধ জনতা বাস ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, 'বিকেল ৪টা ১৬ মিনিটে আমরা বাসে আগুন লাগার খবর পাই। এরপর খিলগাঁও স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।'

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

DU student reportedly identified as arsonist behind Charukola motif fire

Students of the Arabic department claim he is a student of the department and an activist of BCL

19m ago