গাবতলীতে পুলিশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি

এসময় বাস, মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের ব্যাগে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
গাবতলীতে এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করছে পুলিশ। ছবি: পলাশ খান/ স্টার

ঢাকার প্রবেশমুখ গাবতলীতে চেকপোস্ট বসিয়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের 'সন্দেহভাজন'দের তল্লাশি করছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দারুস সালাম থানা পুলিশ তল্লাশি শুরু করে। এসময় বাস, মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের ব্যাগে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

কেন এই তল্লাশি জানতে চাইলে দারুস সালাম থানার ওসি (তদন্ত) জামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এটি করা হচ্ছে।

তল্লাশি গাবতলী
গাবতলীতে বাস আটকে পুলিশের তল্লাশি। ছবি: পলাশ খান/ স্টার

তবে কাউকে আটক করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

সকাল ১১টার দিকে আলী আজগর নামে এক মোটর সাইকেল চালককে তল্লাশির জন্য থামানো হয়। তার কাছে জানতে চাইলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাম জানতে চেয়েছে, আইডি কার্ড থাকলে দেখাতে বলেছে। পুলিশ যা কিছু জানতে চেয়েছে বলেছি। তারপর ছেড়ে দিয়েছে।'

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে  সহিংসতায় জুলাইয়ে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।

পুলিশর তল্লাশি
গাবতলীতে যানবাহন আটকে পুলিশের তল্লাশি। ছবি: পলাশ খান/ স্টার

'সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা' দাবিতে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও কাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Comments