কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবুল চন্দ্র দাস (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে কুলিয়ারচর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী মেইল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
বাবুলের বাড়ি কুলিয়ারচর পৌর এলাকার দাসপাড়ায়। তিনি সবজি ব্যবসায়ী ছিলেন।
কুলিয়ারচর রেল স্টেশনের মাস্টার মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেনটি কুলিয়ারচর রেলওয়ে স্টেশনে প্রবেশের মুহূর্তেই এই দুর্ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments