রাজশাহীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫০

রাজশাহী-নাটোর বাইপাস মহাসড়কের খড়খড়ি বাজারের বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীতে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী-নাটোর বাইপাস মহাসড়কের খড়খড়ি বাজারের বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নাসিম আলী (৩২), জুয়েল রানা (২৮) ও মিজানুর রহমান (২৬)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলছে।'

'তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে,' বলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আরিফুল ইসলাম বলেন, 'বাসগুলোতে চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়নের জামায়াতে ইসলামীর সদস্য ও কর্মীরা ছিলেন। তারা বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতের বেশ কয়েকজন নেতার কবর জিয়ারত করতে যাচ্ছিলেন।'

'তবে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। অপর বাস ও ট্রাক ক্ষতিগ্রস্ত হয়ে মহাসড়কে পড়ে আছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Air purifiers for Dhaka: hope or hype?

DNCC to set up 25-30 such industrial devices in public places to curb pollution; experts skeptical

19h ago