সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা আক্তার মারা গেছেন

সাংবাদিক মাসুমা আক্তার। ছবি: ইউএনবি থেকে নেওয়া

রাজশাহীতে কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তার মারা গেছেন।

দুর্ঘটনায় আহত হয়ে চার দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে মারা যান তিনি।

মাসুমার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়ণপুর গ্রামে।

মাসুমার সহকর্মী রাকিবুল হাসান বলেন, গত শুক্রবার বিকেলে মাসুমা স্বামীর সঙ্গে কুমিল্লায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। কুমিল্লায় বাস থেকে নেমে সিএনজি অটোরিকশার নিতে কথা বলছিলেন তারা। এ সময় একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে তারা দুইজনই রাস্তার উপর ছিটকে পড়েন। গুরুতর আহত হন মাসুমা।

স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা থেকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রো-অ্যাকটিভ মেডিকেলে স্থানান্তর করা হয়। যেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

তরুণ এই সাংবাদিকের অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক জানিয়ে আত্মার মাগফিরাত কামনা করেন।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

1h ago