ফুলগাজীতে বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত, আহত ৪

স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফেনীর ফুলগাজীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়লে এক স্কুল শিক্ষার্থী নিহত ও অপর চারজন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী তাসিন উদ্দিন (১৫) ফুলগাজী সদর ইউনিয়নের মধ্যম বাশুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আহত চার বাসযাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন—পরশুরাম উপজেলার বাসিন্দা আম্বিয়া বেগম ও জয়নাল আবেদীন, ভোলার নাছির উদ্দীন এবং দাগনভূঞার বেলাল হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে ফেনী থেকে পরশুরামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস সকাল ১০টার দিকে কলাবাগান এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশ দিয়ে হাঁটতে থাকা তাসিনকে চাপা দিয়ে একটি দোকানে ঢুকে যায়।  ঘটনাস্থলেই তাসিনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তাসিনের বাবা বেলাল হোসেন জানান, তার ছেলের স্কুল বন্ধ, প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে শিক্ষকের বাসায় যাচ্ছিল৷

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।'

Comments