রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস

রংপুরে সিটি বাস সার্ভিস উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। ছবি: সংগৃহীত

রংপুর নগরীর ভেতরে যাত্রীদের চলাচলের সুবিধার জন্য চালু হলো সিটি বাস সার্ভিস। সোমবার দুপুরে নগরীর সিও বাজারে বিআরটিসির দুটি বাস চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা উদ্বোধন করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান সিটি বাস সার্ভিসের উদ্বোধন করেন।

পুলিশ কমিশনার বলেন, এখন দুটি বাস দিয়ে সিটি সার্ভিস চালু করা হলেও পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে।

মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ব্যাপারে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী হাইওয়েতে ইজি বাইক বা অটো রিকশা চলাচল নিষিদ্ধ। তবুও মেট্রোপলিটন পুলিশ সহনীয় আচরণ করছে।

তিনি আরও বলেন, আমরা সিটি করপোরেশন, মটর মালিক, শ্রমিক ইউনিয়ন, বিআরটিএ ও বিআরটিসিসহ জনগণকে সঙ্গে নিয়ে মহানগরের উন্নয়ন করতে চাই। সেবার মান বাড়াতে সকলের সহযোগিতা প্রয়োজন। সিটি বাস চলাচলে অন্য কোনো পরিবহনের ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিআরটিসি রংপুর ডিপো সূত্রে জানা গেছে, সিটি বাস সার্ভিস নগরীর সিও বাজার, মেডিকেল মোড়, বাস টার্মিনাল, শাপলা, তাজহাট ও সাতমাথা রুটে চলাচল করবে। এসব জায়গায় টিকিট কাউন্টার থাকবে এবং যাত্রী ওঠানামা করবেন। একটি বাসে ৪৫ জন যাত্রী বসতে পারবেন। এ ছাড়াও শিক্ষার্থীদের জন্য হাফ টিকিট, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য আসন সংরক্ষিত থাকবে।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago