চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা, নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং

স্টার ফাইল ফটো

টানা বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা দেখা দেওয়ায় চট্টগ্রাম নগরীর পাহাড়ি ঢালে ঝুঁকি নিয়ে বাস করা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার লালখান বাজার, মতি ঝর্ণা, বাটালী হিল, বিশ্ব কলোনি, টাইগার পাস, বায়েজিদ ও আকবর শাহ এলাকার পাহাড়ের ঢালে মাইকিং করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর থেকে মাইকিং শুরু হয়েছে। জোন কমিটি চার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম নগর ইউনিটের তত্ত্বাবধানে জনসাধারণের উদ্দেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

সম্ভাব্য বিপদ এড়াতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, জানান তারা।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ইসমাইল ভুঁইয়া জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীতে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে—যা ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়াবে।

বিগত বছরগুলোতে বর্ষাকালে ভূমিধসের কারণে চট্টগ্রামে হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে জেলা প্রশাসনের অধীনে ১২টি জোন কমিটি গঠন করা হয়েছে, যারা ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় সক্রিয়ভাবে সচেতনতামূলক প্রচার অভিযান চালাচ্ছে।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

15h ago