বান্দরবানে পাহাড় ধসের ৪ দিন পর ইউপি সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

বান্দরবানে পাহাড় ধসের ৪ দিন পর এক ইউপি সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বান্দরবানে গত ৮ দিন ধরে টানা বৃষ্টিতে বন্যা ও পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। ছবি: স্টার

বান্দরবানে পাহাড় ধসের ৪ দিন পর এক ইউপি সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কানাপাড়া নাঙ্গাঝিড়ি সাঙ্গু নদীর মুখ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

বান্দরবান সদর ইউনিয়নের চেয়ারম্যান অং সাহ্লা মারমা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত রিয়া রানী তঞ্চঙ্গ্যা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অজিত তঞ্চঙ্গ্যার স্ত্রী।

পরিবার সূত্র জানায়, ৪ দিন আগে বাড়ির পাশে সবজি তুলছিলেন রিয়া রানী। এসময় পাহাড় ধস হলে মাটিচাপা পড়েন তিনি। অনেক খোঁজাখুঁজির পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, বিকেল ৩টার দিকে কানাপাড়া নাঙ্গাঝিড়ি সাঙ্গু নদীর মুখ এলাকা থেকে রিয়া রাণী তঞ্চঙ্গ্যার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

জেলা দুর্যোগকালীন জরুরি সেবাকেন্দ্র জানায়, বান্দরবানে গত ৮ দিন ধরে টানা বৃষ্টিতে বন্যা ও পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু এবং একজন আহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে বান্দরবান সদরে ৫ জন, লামায় ২ জন, আলীকদমমে ২ জন ও নাইক্ষ্যংছড়িতে একজন মারা গেছেন। এ ছাড়া, বান্দরবান সদর এলাকায় এখনো একজন নিখোঁজ আছেন।

Comments