কিশোরগঞ্জে তেলকলে হাত বিচ্ছিন্ন হয়ে নারী শ্রমিক নিহত

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তেলকলে হাত বিচ্ছিন্ন হয়ে সাথী দেবনাথ (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে উপজেলার পোড়াবাড়ীয়া জামতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

সাথী ওই উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী। গত দুই বছর ধরে তিনি জামতলা বাজার এলাকায় জিসান অয়েল মিলে অপারেটর হিসেবে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ করার সময় সাথীর ওড়না মেশিনে পেঁচিয়ে গিয়েছিল এবং বাম হাত মেশিনের ভেতরে চলে গিয়ে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত মেশিন বন্ধ করে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিসান অয়েল মিলের স্বত্বাধিকারী আবদুর রাজ্জাক ভূঁইয়া বলেন, 'ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সাথীর স্বামী দুই বছর আগে মারা যাওয়ার পর স্থানীয়দের অনুরোধে আমি তাকে অপারেটর হিসেবে নিয়োগ দিয়েছিলাম। আমি তার পরিবারের পাশে থাকার চেষ্টা করব।'

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

6h ago