৫০ বছরে চালের উৎপাদন ৪ গুণ বেড়েছে: কৃষিমন্ত্রী

সোমবার কৃষিবিদ দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক ও অন্যান্যরা। ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, গত ৫০ বছরে দেশে চালের উৎপাদন ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। শুধু মোট উৎপাদন নয়, এই ৫০ বছরে উৎপাদনশীলতাও বেড়েছে সাড়ে ৪ গুণ।

আজ সোমবার কৃষিবিদ দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। 

এ সময় তিনি বলেন, '৫০ বছর আগে ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে এসে কৃষিবিদদের সরকারি চাকরিতে প্রথম শ্রেণির পদমর্যাদার ঘোষণা দিয়েছিলেন।'  

সে সময় কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের তরুণ ছাত্রনেতা বর্তমান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। 

সে সময়ের স্মৃতি স্মরণ করে মন্ত্রী বলেন, 'কৃষিপেশায় মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের সরকারি চাকরিতে প্রথম শ্রেণির পদমর্যাদার ঘোষণা দিয়েছিলেন। একইসঙ্গে বঙ্গবন্ধু কৃষিবিদদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্যও সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছিলেন।'

তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সব কৃষিবিদ আজকের এই উৎসাহ-উদ্দীপনা ধারণ করে তা অব্যাহত রাখবে। চাল, ভুট্টা, শাকসবজি, আলু, মাছ,মাংস, দুধ, ডিমসহ কৃষি উৎপাদনের সাফল্যকে আরও বৃদ্ধি করা হবে।' 

ড. রাজ্জাক বলেন, 'বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কল্যাণে কৃষিবিদ ও কৃষকের অবদানে দেশের কৃষি আজ নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। স্বাধীনতার পর সাড়ে ৭ কোটি মানুষের খাদ্য যোগান সম্ভব হতো না। আর এখন ১৭ কোটি মানুষের খাদ্য আমরা উৎপাদন করছি। খাদ্যের কোনো সংকট হয় না। গত ৫০ বছরে চালের উৎপাদন ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। শুধু মোট উৎপাদন নয়, এই ৫০ বছরে উৎপাদনশীলতাও বেড়েছে সাড়ে ৪ গুণ।' 

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, বাকৃবির উপাচার্য অধ্যাপক লুৎফুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবির সাবেক উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল। 

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

4h ago