মানিকগঞ্জে এক রাতে কবরস্থান থেকে ১২ কঙ্কাল চুরি

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড়বোয়ালী কবরস্থান ও দক্ষিণ কাতরাসিন কবরস্থান থেকে এক রাতে ১২টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ও এলাকাবাসী জানান, শিবালয় ইউনিয়নের বড়বোয়ালী কবরস্থান ও উথলী ইউনিয়নের দক্ষিণ কাতরাসিন কবরস্থান থেকে গতকাল রাতের যে কোনো সময়ে মোট ১২টি কবর খোঁড়া হয় এবং কঙ্কালগুলো চুরি করা হয়।

কবরস্থান ২টিতে ৩ হাজারের বেশি কবর আছে বলে জানান স্থানীয়রা।

ওসি মো. শাহীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।'

 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago