নৌবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামে নৌবাহিনীর সাব-লেফটেন্যান্ট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে চট্টগ্রামের হালিশহর থেকে মো. নূর মোহাম্মদ সাহেদকে (২১) গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'নূর মোহাম্মদ সাহেদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে 'বিএন ডক ইয়ার্ড টেকনিক্যাল ইন্সটিটিউট'-এ ভর্তি হন। কিন্তু প্রশিক্ষণ না নিলেও নৌ-বাহিনীর বিভিন্ন বিষয়ে অবগত হন এবং একপর্যায়ে সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে পড়েন। এই অবৈধ ব্যবসার সুবিধার্থে 'দুরন্ত সাপ্লাইয়ার্স' নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান গড়ে তোলেন।'

তিনি আরও বলেন, 'নৌ-বাহিনীর কর্মকর্তা ও রেশন সাপ্লাইয়ের সঙ্গে জড়িত আছে দাবি করে রেশনের মালামাল কম দামে সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন মানুষের থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। ২০১৯ সালে প্রথমে সিএমপির ডবলমুরিং থানায় ও পরে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।'

'সর্বশেষ খুলশী থানায় দায়ের করা সামিয়া এন্টারপ্রাইজ ও ওয়াফাসা মোটরসের প্রতারণা ও আত্মসাতের মামলায় আজ ভোরে হালিশহরের ভাড়াবাসা থেকে নৌ-বাহিনীর কর্মকর্তার পোশাক, র‌্যাংকব্যাজ ও আত্মসাৎ করা নগদ ১ লাখ টাকা ও অন্যান্য মালামালসহ তাকে গ্রেপ্তার করা হয়,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

At least 16 killed as Pakistan-India tensions intensify

8 killed in Pakistan, 3 killed in Indian Kashmir in shelling from both sides

6h ago