ধামরাইয়ে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ সদস্য আটক

ঢাকার আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

আজ শনিবার বিকেলে  র‌্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় ধামরাইয়ের আইনগন এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় এলাকাবাসীর হাতে আরিফ হোসেন (৩০) আটক হন। পরে র‌্যাব সংবাদ পেয়ে সন্ধ্যায় তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা রাজু (৩০)ও তার সহযোগী মো. বদুকে (৩৬) আটক করা হয়। এ সময় ছিনতাই করা ২টি অটোরিকশা উদ্ধার করা হয়।

এ ছাড়া, র‌্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা  ছিনতাইয়ের সত্যতা স্বীকার করেছেন। তারা জানিয়েছে, আরও ৮-১০ জনের সহযোগীতায় ঢাকাসহ আশেপাশের জেলা থেকে অটোরিকশা ছিনতাই করে জিরাবো এলাকায় মো. রাজুর গ্যারেজে রাখতেন। সেখান থেকে রাজু প্রতিটি অটোরিকশার পার্টস খুলে আলাদা আলাদাভাবে ঢাকা মহানগরের বিভিন্ন খুচরা ও পাইকারি ডিলারদের কাছে বিক্রি করত।

Comments