যৌতুকের দাবিতে স্ত্রীকে গুলি করে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

যৌতুকের দাবিতে স্ত্রীকে গুলি করে হত্যার ঘটনায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাবনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল।

পাবনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান আজ মঙ্গলবার এই রায় দেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অন্য ৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সাজা ঘোষণার পর পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পশ্চিম দামুয়া গ্রামের আবদুল্লা ওরফে আকাতকে জেল হাজতে পাঠানো হয়।

মামালার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালে আবদুল্লার সঙ্গে একই গ্রামের রুমানা পারভিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রুমানাকে নির্যাতন করা হচ্ছিল। ২০১৪ সালের ৩০ অক্টোবর আবদুল্লাকে গুলি করে হত্যা করেন আকতার।

এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা করে রুমানার বাবা রফিকুল ইসলাম।

দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ১০ মার্চ ৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এডভোকেট খোন্দকার আব্দুর রকিব দ্য ডেইলি স্টারকে বলেন, দীর্ঘ শুনানি শেষে তথ্য ও প্রমাণের ভিত্তিতে স্বামী আব্দুল্লাহ ওরফে আকাতকে মৃত্যুদণ্ড দেন আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদালত ৩ জনকে খালাস দেন।

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

44m ago