করোনা পরীক্ষায় জালিয়াতি

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে জেকেজির আরিফুলের আপিল

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় নিম্ন আদালতের দেওয়া ১১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা শারমিন হোসেনের স্বামী আরিফুল চৌধুরী। 
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় নিম্ন আদালতের দেওয়া ১১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা শারমিন হোসেনের স্বামী আরিফুল চৌধুরী। 

আজ মঙ্গলবার জেকেজি'র প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল চৌধুরী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। 

ঢাকা মহানগরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, সাবরিনাসহ বাকি ৭ জন এখনো রায়ের বিরুদ্ধে আপিল করেননি।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) সৈয়দা হাফসা ঝুমা আপিল শুনানির জন্য আগামী ২৫ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন।

 

Comments