কক্সবাজারে ৪ লাখ ইয়াবা জব্দ, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জব্দ করেছে র‌্যাব। এ সময় মাদক পাচার চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজারে শিশু আলো হত্যা মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জব্দ করেছে র‌্যাব। এ সময় মাদক পাচার চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।

আজ শনিবার দুপুর ১ টায় র‍্যাব-১৫ এর রামু সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার।

গ্রেপ্তার ৫ জন হলেন- মোহাম্মদ ইলিয়াছ (৩৮) রাজ্জাক মাঝি (৫৫),  সাহেদ (২৮),  আয়াজ ওরফে আজীজুল (৩৭) ও সাইফুল ইসলাম (২৭)।

সংবাদ সম্মেলনে খায়রুল ইসলাম সরকার বলেন, গতকাল রাত ৮টায় উখিয়া উপজেলার বালুখালী বাজারের জামতলী এলাকা থেকে জব্দ করা হয় ১ লাখ ইয়াবা। এ অভিযানে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ ইলিয়াছকে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দেড়টায় অভিযান চালানো হয় বালুখালী কাকড়া সেতু এলাকায়। ওই অভিযানে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয় ৩ লাখ ১০ হাজার ইয়াবা। ওই সময় গ্রেপ্তার করা হয় রাজ্জাক মাঝি, সাহেদ, আয়াজ ও সাইফুলকে। এ ৪ জনকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, একটি শুটারগানসহ কয়েক রাউন্ড গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়।

খায়রুল ইসলাম সরকার আরও বলেন,  প্রতি মাসেই এই চক্রটি ইয়াবার চালান বাংলাদেশে নিয়ে আসত।

Comments