মমতাজের স্বামীর ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের স্বামী ডা. মঈন হাসানের গাড়িতে হামলার ঘটনার কথা উল্লেখ করে  ছয় জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
মমতাজ বেগমের সঙ্গে তার স্বামী মঈন হাসান। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের স্বামী ডা. মঈন হাসানের গাড়িতে হামলার ঘটনার কথা উল্লেখ করে  ছয় জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

গত ২৩ আগস্ট এই হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- সিংগাইর উপজেলার গাজিন্দা গ্রামের মো. নয়ন মিয়া, মোসলেম উদ্দিন, মধ্যধল্লা গ্রামের মো. রুবেল, আশরাফ আলী, বাস্তা গ্রামের নাসির উদ্দিন ও পাঙ্গা জসিম। অভিযোগে অজ্ঞাত আরও ২-৩ জনের কথা উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

অভিযোগের বিষয়ে শনিবার মমতাজের স্বামী ডা. এএসএম মঈন হাসান বলেন, '২৩ আগস্ট বিকেলে আমি সিঙ্গাইরের বাস্তা বাসস্ট্যান্ডের পূর্বপাশের বিন্নাডাঙ্গি এলাকার রোকেয়া চক্ষু সেন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা হই। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা আমার মাইক্রোবাসের গতিরোধ করে লাঠি। অটোরিকশা থেকে কয়েকজন লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা আমার গাড়ি ভাঙচুর করে। আমি মারাত্মক আহত হই। একারণে আমি গতকাল সিঙ্গাইর থানায় ছয় জনের নামে এবং অজ্ঞাত আরও দুই/তিন জনের কথা উল্লেখ করে লিখিত অভিযোগ করেছি।'

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, 'ঘটনাটি নিন্দনীয়। এ ঘটনার সঙ্গে দলীয় কোনো নেতাকর্মী সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Foreign airlines’ $323m stuck in Bangladesh

The amount of foreign airlines’ money stuck in Bangladesh has increased to $323 million from $214 million in less than a year, according to the International Air Transport Association (IATA).

12h ago