ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক

রোহিঙ্গা
ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা কোম্পানীগঞ্জে আটক। ছবি: স্টার

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়ন থেকে নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

গতকাল শনিবার রাত ১১টার দিকে আটক রোহিঙ্গাদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এর আগে সেদিন রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন আলমগীরের দোকান এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার রাতে নোয়াখালী পুলিশ সুপারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক রোহিঙ্গারা হলেন: ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫ নং ক্লাস্টারের মো. তৈয়ব (৩৮) সামসিদা বেগম (৩২), মো. রেন ওয়ান (১৪), তাসমিন আরা (১২), ইয়াসমিন আরা (১০) মো. আনাস (৮), জেসমিন আরা (৬), মো. ইয়াছের (৪) মো. কাওছার (২), শাহারা বেগম (২৭), সুফিয়া (১২), সুমাইয়া (১০) ও শাবনুর (৬) এবং ৮৬ নং ক্লাস্টারের ইয়াসমিন (৫),  আজিজা (১৮), আজিজ খান (১) ও জাহিদ হোসেন (২২) এবং ৭১ নং ক্লাস্টারের এবাদুল্লাহ (৩০)।

কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের ৩ নং বেড়িবাঁধ এলাকার বাসিন্দা ফারুক  হোসেন ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাত ৮টার দিকে স্থানীয় আলমগীরের দোকান এলাকায় কয়েকজন নারী ও শিশু ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাৎক্ষণিক তাদের চর এলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়।'

'থানা পুলিশকে ঘটনা জানানো হয়' উল্লেখ করে তিনি আরও বলেন, 'রাত সাড়ে ১১টার দিকে সেখান থেকে তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।'

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আটক রোহিঙ্গারা গতকাল দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া উদ্দেশ্যে পালিয়ে আসেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে ভাসানচর রোহিঙ্গা ক্যাস্পে ফেরত পাঠানো হবে।'

Comments

The Daily Star  | English

Bangladeshi killed in Israeli airstrike in Lebanon’s Beirut

Mohammad Nizam, 31, died at 3:23pm in Hazmiye area of Beirut, according to a social media post of Bangladesh embassy in Lebanon

6m ago