নরসিংদীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

নরসিংদীতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদীতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ।

গ্রেপ্তার ব্যক্তির নাম আল রাব্বী। তার স্ত্রীর নাম রত্না বেগম (১৮)। রত্না ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যের পাড়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। আর রাব্বী একই এলাকার আল আমিন মিয়ার ছেলে।

রত্নার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন সম্পর্ক থাকার পর গত ৭ মাস আগে পারিবারিকভাবে রাব্বী ও রত্নার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই রাব্বী মাদকাসক্ত হয়ে পড়েন। সেজন্য টাকা যোগাড় করে দিতে প্রায়ই তিনি স্ত্রীকে মারধর করতেন। আজ দুপুরেও বাবার বাড়ি থেকে রত্নাকে ১ লাখ টাকা এনে দেওয়ার কথা বলেন রাব্বী। সেসময় ওই টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে রত্নাকে মারধর শুরু করেন রাব্বী। একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে রত্নার পেটে ও গলায় আঘাত করেন তিনি। এর পরপরই তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তখন রত্নার চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রত্নাকে মৃত ঘোষণা করেন।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ আল মামুন ডেইলি স্টারকে বলেন, 'রত্নাকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত ও গলায় কালচে দাগের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।'

ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, 'খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর রাব্বী পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় রত্নার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

Comments