‘অপহরণে বাধা দেওয়ায়’ যুবককে গুলি করে হত্যা, আহত ১

মো. শাকিল | ছবি: সংগৃহীত

অপহরণে বাধা দেওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (৩১) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

হামলায় শাকিলের ছোট ভাই শুভ (২৮) আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

শাকিল গঙ্গাবর গ্রামের মো. সোলাইমান খোকনের ছেলে। তিনি পেশায় থাই গ্লাস মিস্ত্রি ছিলেন।

শুভ জানান, দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যেও গুলি চালিয়েছিল, তবে লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। দুর্বৃত্তরা পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করায় তিনি আহত হন।

তিনি আরও জানান, ঈদুল আজহার আগেই শাকিলের সৌদি আরব যাওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৮টার দিকে ইসলামীয়া মার্কেটের একটি দোকানে বসে শাকিল ও কয়েকজন চা খাচ্ছিলেন। সে সময় সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক যুবককে জোর করে তুলে নিয়ে যাওয়া চেষ্টা করেন। শাকিলসহ আরও কয়েকজন তাদের বাধা দেয়। তারা গুলি চালালে শাকিল মাটিতে লুটিয়ে পড়েন।

তাকে বাঁচাতে গিয়ে শাকিলের ছোট ভাই আহত হন। গুলি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া করে তিনজনকে আটক করে পিটুনি দেয়, জানান প্রত্যক্ষদর্শীরা।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রার অনুসারে, রাত ৮টা ৩৫ মিনিটের দিকে শাকিলকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। তার বুকে ও মাথায় গুলির চিহ্ন রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এলাকাবাসী অস্ত্রধারী তিনজনকে গণধোলাই দিয়ে আটক করে রেখেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।'

তবে ওই তিনজনের পরিচয় জানা যায়নি।

লাবিব নামে ওই যুবকের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আনম ইমরান খান ডেইলি স্টারকে জানিয়েছেন, অপহরণে বাধা দিতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে শাকিলের মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English

UN requested logistical support, not 'corridor' for aid to Rakhine

NSA Khalil clarifies Bangladesh has not and will not discuss any corridor to Rakhine

30m ago