পাবনায় জমি নিয়ে দ্বন্দ্ব, গুলিতে নিহত ১

পাবনার সদর উপজেলার চরবাঙ্গাবাঙ্গাবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ১ জন নিহত হয়েছেন।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পাবনার সদর উপজেলার চরবাঙ্গাবাঙ্গাবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ১ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত সাইদার রহমান মালিথা (৪৫) পাবনা সদর পৌর আওয়ামী লীগের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জুয়েল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

মালিথার স্ত্রী দিলরুবা জাহান ডেইলি স্টারকে বলেন, 'হেমায়েতপুর ইউনিয়ন পরিশোধের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। আজকে তারা পরিকল্পিতভাবে আমার স্বামীকে ডেকে নিয়ে হত্যা করেছে।'

ওসি আমিরুল ইসলাম বলেন, 'আলাউদ্দিনের সঙ্গে সাইদার রহমানের জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। সম্ভবত সেই দ্বন্দ্বের জের ধরেই মালিথাকে গুলি করে হত্যা করা হয়েছে।'

Comments