শহীদ নাফিজকে বহনকারী রিকশাটি গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাখা হবে: নাহিদ ইসলাম

ফাইল ফটো রয়টার্স

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শহীদ গোলাম নাফিজকে বহনকারী রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে।'

গণভবনে রিকশাটি দেখতে এসে তিনি একথা বলেন বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গণভবনে রিকশাটি হস্তান্তরের সময় তিনি রিকশাচালক নূর মোহাম্মদকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানান ও আর্থিক সহায়তার আশ্বাস দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নূর মোহাম্মদের রিকশা বিক্রির বিষয়ে গণমাধ্যমে সংবাদের পরিপ্রক্ষিতে নাহিদ ইসলাম তাৎক্ষণিকভাবে  রিকশা ও রিকশাচালককে খুঁজে বের করার জন্য তার দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

জানা যায়, রিকশাচালক নূর মোহম্মদ একজন লন্ডনপ্রবাসীর কাছে রিকশাটি ৩৫ হাজার টাকায় বিক্রি করেছেন।

যোগাযোগের পর ওই প্রবাসী রিকশাটি জাদুঘরে হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেন।

এরপর রিকশাটি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের কাছে হস্তান্তর করা হয়।

গত ৪ আগস্ট ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে গুলিবিদ্ধ হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিজ। গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয়, তখনো তিনি রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। রিকশাচালক নূর মোহাম্মদ নাফিজকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও বাঁচানো যায়নি তাকে।   

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

8h ago