বেনাপোল সীমান্তে স্বর্ণের ৩০ বারসহ আটক ১

বেনাপোলের গোগা সীমান্ত থেকে স্বর্ণের ৩০ পিস বারসহ ১ জনকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশে (বিজিবি)।
যশোর
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

বেনাপোলের গোগা সীমান্ত থেকে স্বর্ণের ৩০ পিস বারসহ ১ জনকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশে (বিজিবি)।

আজ শনিবার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ।

আটক ব্যক্তির নাম আসিকুর রহমান (৩৬)। তিনি বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আসিকুরকে স্বর্ণের ৩০ পিস বারসহ আটক করা হয়েছে। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৩ লাখ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ বলেন, 'ভারতে পাচারের সময় বিজিবির সদস্যরা স্বর্ণের ৩০ পিস বারসহ আসিকুর নামে ১ পাচারকারীকে আটক করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।'

Comments