অপরাধ ও বিচার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ৮ জেলে গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ৮ জেলেকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া ভেরী খাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 
ফাইল ফটো

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ৮ জেলেকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া ভেরী খাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এসময় জেলেদের কাছ থেকে ২ বোতল বিষ, ৩টি কাঠের নৌকা এবং জাল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-বাগেরহাট জেলার আবু বকর মল্লিক (৫৮), কেরামত আলী (৫৫), মাহফুজ মল্লিক (২৫), টুটুল (২২), জাকির শেখ (২২), আবু বকর সিদ্দিক (২১), সোহেল হাওলাদার (২০) ও মো. আদম আলী (২০)।

তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে বলেও জানান বন কর্মকর্তা।

রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, 'গ্রেপ্তারকৃতরা পাস-পারমিট নিয়ে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া ভেরী খাল এলাকায় মাছ ধরতে যান। সেখানে তারা গোপনে বিষ দিয়ে মাছ ধরেন। এ খবর পেয়ে অভিযান চালিয়ে বিষসহ ৮ জেলেকে গ্রেপ্তার করা হয়।'

Comments