সেলিম খানের আগাম জামিন স্থগিতের আবেদন দুদকের

সেলিম খান। ছবি: সংগৃহীত

চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম খানকে দুর্নীতির মামলায় আগাম জামিন দেওয়া হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে রোববার আপিল বিভাগে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক আপিল বিভাগের কাছে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত রাখার আবেদন করেছে।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, সেলিম খানের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তাই তিনি এই মামলায় জামিন পেতে পারেন না।

যত দ্রুত সম্ভব শীর্ষ আদালতের চেম্বার বিচারপতির কাছে এই আবেদন পেশ করার চেষ্টা করবেন বলেও জানান এই আইনজীবী।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর ৩৪ কোটি ৫৩ লাখ টাকা দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সেলিম খানকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

তবে, হাইকোর্ট সেলিম খানকে এই মামলায় ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

সেলিম খানের বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ও তার সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ১ আগস্ট মামলাটি করে দুদক।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago