রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা যুবক মো. ইলিয়াসকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা যুবক মো. ইলিয়াসকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি জানান, নিহত মো. ইলিয়াস নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বি-ব্লকের নাজির আহমদের ছেলে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, 'রোহিঙ্গা ক্যাম্প এলাকার সালমান গ্রুপের সদস্যরা নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা ইলিয়াসকে বাড়ি থেকে ডেকে বের করে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইলিয়াসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। ইলিয়াসকে প্রথমে উদ্ধার করে ক্যাম্পের অভ্যন্তরে এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।'

Comments