অর্থ পাচার মামলা: সম্রাটের জামিনের মেয়াদ বাড়লো

সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ক্যাসিনোতে ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে প্রায় ২ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জামিন আগামী ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন ঢাকার একটি আদালত।
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ক্যাসিনোতে ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে প্রায় ২ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জামিন আগামী ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন ঢাকার একটি আদালত।

সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা এ মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান আজ সোমবার এ আদেশ দেন।

শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন সম্রাট।

এর আগে গত ২২ আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনা করে তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন, যা আজ পর্যন্ত বহাল ছিল।

Comments