পটুয়াখালীতে সাংবাদিক সঞ্জয় দাস লিটুর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

টেলিভিশন চ্যানেল নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন ও বিডি নিউজের পটুয়াখালী জেলা প্রতিনিধি সঞ্জয় দাস লিটুর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
সঞ্জয় দাস লিটু
সঞ্জয় দাস লিটু। ছবি: সংগৃহীত

টেলিভিশন চ্যানেল নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন ও বিডি নিউজের পটুয়াখালী জেলা প্রতিনিধি সঞ্জয় দাস লিটুর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে পটুয়াখালীর শিয়ালী বাজারে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা মেঘনা পরিবহনের বাসে এ ঘটনা ঘটে।

লিটুকে তাৎক্ষণিক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহত সাংবাদিকের খোঁজখবর নিয়েছি। প্রাথমিক তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করেছি।'

প্রত্যক্ষদর্শীরা ডেইলি স্টারকে জানান, সাংবাদিক লিটু গতকাল বিকেলে ঢাকা থেকে মেঘনা পরিবহনের বাসে পটুয়াখালী রওয়ানা দেন। বাসটি পটুয়াখালী শহরের ২ কিলোমিটার দূরে শিয়ালী বাজার পৌঁছলে ওই বাসে থাকা এক ব্যক্তি লিটুকে কিল-ঘুষি দিয়ে রক্তাক্ত করে পালিয়ে যান।

ওই বাসে থাকা সহকর্মী মো. কামাল হোসেন আহত লিটুকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কামাল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'বাসটি পটুয়াখালী পৌঁছালে হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি সাংবাদিক লিটুর ওপর হামলা চালান। লিটু গুরুতর আহত হন। হামলার সময় ওই ব্যক্তি নিজেকে পটুয়াখালীর শীর্ষ ৫ সন্ত্রাসীর মধ্যে নিজেকে শ্রেষ্ঠ বলেও দাবি করেন।'

তবে, কী কারণে হামলা হয়েছে তা এখনো নিদিষ্ট করে কেউ বলতে পারেননি।

হামলার নিন্দা করে পটুয়াখালীর গণমাধ্যম কর্মীরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Comments