শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানকে নিয়ে কলকাতায় সিনেমা

নাম ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা জয় চৌধুরী। সঙ্গে থাকছেন কলকাতার নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ও মধুরিমা বসাক।
পিচ্চি হান্নান চরিত্র জয় চৌধুরী ও তার সঙ্গে দুই টালিউড অভিনেত্রীর কোলাজ। ছবি: সংগৃহীত
পিচ্চি হান্নান চরিত্র জয় চৌধুরী ও তার সঙ্গে দুই টালিউড অভিনেত্রীর কোলাজ। ছবি: সংগৃহীত

ঢাকার অপরাধ জগতের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী 'পিচ্চি হান্নান।' ২০০৪ সালের ২৬ জুন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। এবার তাকে নিয়ে কলকাতায় তৈরি হচ্ছে সিনেমা 'হান্নান'।

এই সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার শুভজিৎ রায় চক্রবর্তী। নাম ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা জয় চৌধুরী। সঙ্গে থাকছেন কলকাতার নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ও মধুরিমা বসাক।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, 'আগামী ৭ থেকে ১০ মার্চের মধ্যে "হান্নান" চরিত্রটির লুক সেট করা হবে। তারপর সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পাবে। সিনেমার চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের দিকে। তারপর আগামী মে মাসে এই সিনেমার শুটিং শুরু হবে।

'হান্নান' সিনেমায় গান গেয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী বালাম ও কোনাল।

'মন দিয়েছি' শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন লিংকন রায় চৌধুরী।

 

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

8h ago