হাইকোর্ট গঠিত ইভ্যালি পরিচালনা বোর্ডের পদত্যাগ

ইভ্যালির লোগো। ছবি: সংগৃহীত

বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির হাইকোর্ট গঠিত বোর্ড সদস্যরা পদত্যাগ করেছেন।

গতকাল মঙ্গলবার তারা পদত্যাগের কথা জানান। আজ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন ইভ্যালির এই বোর্ড সদস্যদের পদত্যাগপত্র হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।

হাইকোর্ট নিযুক্ত ৫ সদস্যের বোর্ড তাদের আইনজীবী মোর্শেদ আহমেদ খানের মাধ্যমে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চের কাছে গত ২৪ আগস্টের নির্দেশনা অনুযায়ী এ সংক্রান্ত নথি জমা দেন।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ইভ্যালির বোর্ড অব ডিরেক্টরস সদস্য হিসেবে র দায়িত্ব ও কর্তব্য পালনের পর পদত্যাগ করেছি। আমাদের দায়িত্ব ছিল ইভ্যালির ওপর একটি অডিট প্রতিবেদন তৈরি ও একটি নতুন বোর্ড অব ডিরেক্টরস গঠন করা।'

এ বিষয়ে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ পরবর্তীতে এ বিষয়ে একটি রায় দিতে পারেন।

২০২১ সালের অক্টোবরে ইভ্যালির কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্ট ৫ সদস্যের বোর্ড অব ডিরেক্টরস গঠন করে।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago