বড়াইগ্রামে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

নাটোরের বড়াইগ্রামে গৃহবধূ বিউটি খাতুনকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গোপালপুর স্কুলপাড়ায় নিজ ঘরে তাকে হত্যা করা হয়।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নাটোরের বড়াইগ্রামে গৃহবধূ বিউটি খাতুনকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গোপালপুর স্কুলপাড়ায় নিজ ঘরে তাকে হত্যা করা হয়।

বিউটি খাতুন (৪৫) গোপালপুর স্কুলপাড়া গ্রামের আব্দুল বারকের স্ত্রী।

বিউটির ভাই মতিউর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, গোপালপুর মুন্সিপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে পিন্টু (৪৮) আমার বোনকে উত্যক্ত করতো। এই নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ কারণে আমার বোনের স্বামী আব্দুল বারেক গতরাতে ঘুমন্ত অবস্থায় পরিকল্পিতভাবে বোনকে হাঁসুয়া দিয়ে গলায় কোপ দিয়ে হত্যা করেছেন। আমার ভাগনি দেখে ফেলায় তিনি পালিয়ে গেছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ডেইলি স্টারকে বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী বারেক তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত করে হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হবে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, তিনি জানান।

Comments