মহেশপুর সীমান্তে ৪০ স্বর্ণের বারসহ আটক ১

মহেশপুর সীমান্তে ৪০ স্বর্ণের বারসহ শওকত আলীকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪০টি স্বর্ণের বারসহ শওকত আলী (৫০) নামে একজনকে আটক করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাটিলা সীমান্তের যাদবপুর গ্রাম থেকে শওকত আলীকে আটক করা হয়। 

খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) শাহীন আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক শওকত আলী মহেশপুরের মাটিলা গ্রামের বাসিন্দা।

শাহিন আজাদ দ্য ডেইলি স্টারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় জুলুলি যাদবপুর গ্রামের মধ্যবর্তী রাস্তা থেকে সন্দেহভাজন হিসেবে শওকত আলীকে আটক করা হয়। তাকে তল্লাশী করে ৪ কেজি ৬৫৫ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে শওকতকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

Comments

The Daily Star  | English

HRSS calls 2024 'one of Bangladesh's deadliest'

Rights group calls for enhanced safeguards for women, children and minorities

45m ago