গাজীপুরে কালোবাজারে ডিজেল বিক্রির সময় আটক ২

গাজীপুরে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার ১৬০ লিটার ডিজেল কালোবাজারে বিক্রির সময় ২ জনকে আটক করেছে পুলিশ।
কালোবাজারে ডিজেল বিক্রির সময় আটক ওমর ফারুক বাবু এবং মোখলেসুর রহমান। ছবি: সংগৃহীত

গাজীপুরে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার ১৬০ লিটার ডিজেল কালোবাজারে বিক্রির সময় ২ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাতে বাসন থানার নাওজোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা (ডিবি) শাখার সহকারী কমিশনার আবু সায়েম নয়ন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। 

আটককৃতরা হলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার আব্দুর রহমানের ছেলে ওমর ফারুক বাবু এবং জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম ঝটিয়ারপাড়া গ্রামের মৃত দবির উদ্দিন মণ্ডলের ছেলে মোখলেসুর রহমান।

এসময় একটি ট্যাংক লরি জব্দ ও ডিজেল বিক্রির নগদ ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা আবু সায়েম নয়ন জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে নাওজোড় এলাকায় অবৈধভাবে মজুদকৃত ডিজেল কালোবাজারে বিক্রি হচ্ছে। পরে বাসন থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার লিটার ডিজেল ভর্তি একটি লরি আটক করে। এসময় ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে নগদ ৪৩ হাজার টাকাসহ আটক করা হয়।

তিনি জানান, আটককৃতদের তথ্যের ভিত্তিতে স্থানীয় সেলিম মিয়ার দোকান থেকে ডিজেল ভর্তি ১৬০ লিটারের আরও একটি ড্রাম এবং একটি খালি ড্রাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় ডিজেলসহ অন্যান্য দাহ্য পদার্থ মজুদ করে কালোবাজারে বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Comments