১৫ বছরে ৩ শতাধিক প্রবাসীর সর্বস্ব লুট: মূলহোতা আমিরসহ গ্রেপ্তার ৪

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা প্রায় ৩ শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেওয়া চক্রের মূলহোতা মো. আমির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। স্টার ফাইল ফটো

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা প্রায় ৩ শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেওয়া চক্রের মূলহোতা মো. আমির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেসময় তাদের কাছ থেকে লুটকৃত স্বর্ণ, মোবাইল এবং অজ্ঞান করতে ব্যবহৃত উপকরণ উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব আরও জানায়, গত ১৫ বছর ধরে তারা এ ধরনের অপরাধ করে আসছিলেন। আমির হোসেনের বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে।

এ বিষয়ে আগামীকাল সকাল সাড়ে ১১টায় কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

Comments

The Daily Star  | English
hajj 2023

Bangladesh avoids being 'red-listed' by Saudi Arabia

Bangladesh avoided being put on the "red list" by Saudi Arabia as private hajj agencies completed visa processing of 85 percent hajj pilgrims before the June 7 deadline set by Riyadh

43m ago