ভিসা বন্ধের বিষয়ে কিছু জানায়নি আমিরাত: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের ভিসা বন্ধ করার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আজ বুধবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, 'দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা আইন অমান্য করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে।'

প্রতিমন্ত্রী বলেন, 'দেশে যেভাবে মেট্রোরেলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, বিদেশেও বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করার জন্য একই কাজ করা হয়েছে। দুবাইয়ে আন্দোলন করে তারা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এজন্য তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এটি তাদের রাষ্ট্রীয় বিষয়।'

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, 'আমাদের কাছে লিখিত কোনো অর্ডার আসেনি। আমরা সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও কিছু জানে না। বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলেছি, তিনিও কিছু জানাননি।'

'শ্রমবাজার বন্ধ হয়েছে কি না, এ বিষয়ে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। জানলে আমরা গণমাধ্যমকে জানিয়ে দেব। আমি সবাইকে অনুরোধ করব, সঠিক তথ্য নিয়ে সংবাদ পরিবেশন করার জন্য। দেশের উপকার হবে। মানুষের বিভ্রান্তিও কমবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Soybean oil price hike temporary: commerce adviser

Improved supply and increased competition will help bring down prices soon, he says

56m ago