বন্ধ কারখানার পাশেই হলমার্কের নিরপত্তাকর্মীর মরদেহ

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকায় দীর্ঘ দিন যাবৎ বন্ধ কারখানার পাশের জঙ্গল থেকে হলমার্ক গ্রুপের নিরাপত্তাকর্মী রয়েল সরকারের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকায় দীর্ঘ দিন যাবৎ বন্ধ কারখানার পাশের জঙ্গল থেকে হলমার্ক গ্রুপের নিরাপত্তাকর্মী রয়েল সরকারের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার ভোরে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সাভার চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রয়েলের বাড়ি কুড়িগ্রামের কচাকাটা থানার সাতানা গ্রামে। তার বাবা মৃত রহমত উল্লাহ। রয়েল হলমার্কের কারখানার ভেতরেই থাকতেন।

রাসেল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গতকাল রাতে জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে। রয়েলের গলায় গামছা প্যাঁচানো ছিল। মাথায় ভারি কিছু দিয়ে আঘাতে চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments