রাস্তার পাশে পড়েছিল ইউপি সদস্যের মরদেহ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম বজলুর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদস্ত) নাহিদ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম বজলুর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদস্ত) নাহিদ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

বজলু উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তার বাড়ি ওই ওয়ার্ডের মিরদী এলাকায়।

নাহিদ আরও বলেন, বজলু কাঠের ব্যবসা করেন। গতকাল বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন, আর ফেরেননি। আজ সকাল ১০টার দিকে বুরুদিয়া ইউনিয়নের পুখিয়া এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments