মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ৩ মরদেহ উদ্ধার, সাঁতরে তীরে আরও ১৩ জন

rohingya.jpg
গতকাল সাঁতরে তীরের কাছাকাছি আসা ৪১ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলায় ট্রলারডুবির ঘটনায় ৩ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। একইসঙ্গে সাঁতরে তীরের কাছাকাছি আসা আরও ১৩ জনসহ মোট ৪৬ জনকে উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জীবিত উদ্ধার ৪৬ জনের মধ্যে ৮ জন রোহিঙ্গা নারী, ৩৪ জন রোহিঙ্গা পুরুষ এবং অপর ৪ জন বাংলাদেশি পুরুষ।

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও জানান, ট্রলারে কতজন ছিল তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, ট্রলারে তারা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। ট্রলার ডুবে যাওয়ার পরে তারা মাছ ধরার ট্রলারের জেলেদের কাছে সহায়তা চান। জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও কনটেইনার আঁকড়ে ধরে তারা তীরের কাছাকাছি এলে স্থানীয় বাসিন্দারা তাদের ভাসতে দেখে কোস্টগার্ডকে জানায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪৬ জনকে উদ্ধার করা হয়। এখনো যারা সাগরে ভাসছে, তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই দুর্ঘটনায় প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Public service recruitment: Govt to scrap political vetting

The practice of vetting a candidate's political affiliation through intelligence agencies before recruitment and promotion is set to be scrapped

15h ago