কুমিল্লা সীমান্ত থেকে ১৬ শিশুসহ ৩০ রোহিঙ্গা আটক

কুমিল্লায় ভারতীয় সীমান্ত এলাকা থেকে ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সকালে কুমিল্লার বুড়িচংয়ের ভারতীয় সীমান্তবর্তী জামতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
কুমিল্লা সীমান্ত থেকে রোহিঙ্গাদের আটক করে বুড়িচং থানায় নেওয়া হয়। ছবি: সংগৃহীত

কুমিল্লায় ভারতীয় সীমান্ত এলাকা থেকে ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সকালে কুমিল্লার বুড়িচংয়ের ভারতীয় সীমান্তবর্তী জামতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের বুড়িচং থানায় হস্তান্তর করেছে বিজিবি। বিকেলে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও আছে।

খারেরা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবদুল খালেক স্থানীয় গণমাধ্যমকে জানান, বুধবার রাত সাড়ে ১১টায় জামতলা এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়। মানব পাচারকারীরা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের এনেছিল। বৃহস্পতিবার সকালে তাদেরকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ১৬ শিশু আছে। বিকেলে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে পাঠানো হয়েছে।

Comments