অপরাধ ও বিচার

ধর্ষণ মামলায় এসআই কারাগারে

ধর্ষণ মামলায় নীলফামারীর ডোমার থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মহাবীর ব্যানার্জীকে (৩২) কারাগারে পাঠিয়েছে। 
স্টার অনলাইন গ্রাফিক্স

ধর্ষণ মামলায় নীলফামারীর ডোমার থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মহাবীর ব্যানার্জীকে (৩২) কারাগারে পাঠিয়েছে। 

নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে কারাগারে পাঠান।

নীলফামারী আদালতের পরিদর্শক মোমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মহাবীর ব্যানার্জী (৩২) বর্তমানে নারায়ণগঞ্জে র‍্যাবে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কেউটগাড়ীতে।

বৃহস্পতিবার দুপুরে ডোমার থানায় তার বিরুদ্ধে এক নারী ধর্ষণ মামলা করার পর, পুলিশ তাকে আদালতে হাজির করে।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণ মামলার বাদী ১ বছর আগে তার স্বামীর বিরুদ্ধে ডোমার থানায় একটি জিডি করেছিলেন। ওই জিডির তদন্তে ছিলেন এসআই মহাবীর ব্যানার্জী। 

গত ৫ অক্টোবর এসআই মহাবীর ওই নারীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে।

বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ও ওই নারীর স্বজনরা মহাবীরকে আটক করে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, 'খবর পেয়ে আমি ৬ অক্টোবর সকালে ওই নারীর বাড়িতে যাই। আমি তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেই।'

পরে ওই নারী গতকাল দুপুরে ডোমার থানায় মহাবীরকে অভিযুক্ত করে একটি ধর্ষণ মামলা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদু্ন্নবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেইলি স্টারকে বলেন, 'মামলার পর আটককৃত অভিযুক্ত এসআইকে নীলফামারীর বিশেষ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির করা হয়।'

Comments