চট্টগ্রামে মারমা নারীকে ধর্ষণ, কারাগারে ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক মারমা নারীকে ধর্ষণের অভিযোগে ২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক মারমা নারীকে ধর্ষণের অভিযোগে ২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তারা হলেন-মোহাম্মদ আলমগীর (২৮) ও জাহাঙ্গীর আলম (৩০)। আজ শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে ওসি জানান, গার্মেন্টসকর্মী ওই নারী বৃহস্পতিবার দুপুরে একটি মোটরসাইকেলে চট্টগ্রামে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে রাঙ্গুনিয়ার গোডাউন বাজার এলাকায় আসামিরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে ধর্ষণ করে।

পরে ওই নারী থানায় গিয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানান ওসি।

ওসি ওবায়দুল ইসলাম আরও জানান, গ্রেপ্তার ২ জনকে আদালতে হাজির করা হলে, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

Comments