বাংলাদেশ

শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিত: ১৩ কর্মকর্তাকে ইউএনওর নোটিশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিত ১৩ সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
CTG Map
স্টার অনলাইন গ্রাফিক্স

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিত ১৩ সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

গত ৯ আগস্ট রাঙ্গুনিয়ার ইউএনও আতাউল গনি ওসমানী এ নোটিশ দেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সেই ১৩ কর্মকর্তাদের একজন।

তিনি বলেন, 'সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সেদিন আমি বাড়িতে ছিলাম। আমার ছেলে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিতে হয়েছিল, যে কারণে আমি অনুষ্ঠানে যোগ দিতে পারিনি। আমি ইতোমধ্যে নোটিশের জবাব দিয়েছি।'

গত ৫ আগস্ট শেখ কামালের ৭৩তম জন্মদিন উদযাপিত হয়।

ইউএনও স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জাতীয় দিবসে নিজ নিজ কর্মকর্তাদের উপস্থিত থাকার সরকারি নির্দেশনা থাকলেও তারা তা অমান্য করেছেন।

এতে আরও বলা হয়, সরকারি আদেশ অমান্য করার দায়ে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, তা জানতে চাওয়া হয়। চিঠি পাওয়ার ৭ কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চিঠি পাঠানো হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে ইউএনও ডেইলি স্টারকে বলেন, 'সরকার ঘোষিত দিনগুলোতে সব সরকারি কর্মকর্তাকে উপস্থিত থাকার জন্য মন্ত্রণালয়ের পরিপত্রে নির্দেশনা রয়েছে। এ ছাড়া, সরকারি চাকরি বিধিতেও সরকার ঘোষিত দিনগুলোতে সব সরকারি কর্মকর্তাদের উপস্থিত থাকার বিধান রয়েছে।'

তিনি আরও বলেন, 'পরিপত্র ও বিধি মোতাবেক এই ১৩ কর্মকর্তাকে নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।'

Comments